শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ‘ধানের শীষে’ ভোট চাইলেন বিএনপি নেতা কুতুবউদ্দিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৬ অপরাহ্ন


বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা জনগণের কাছে তুলে ধরে ‘ধানের শীষে’ ভোট চেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।

বুধবার উপজেলার শিলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণের সময় অধ্যাপক কুতুবউদ্দিন বাহার বলেন, “ধানের শীষ তারেক রহমানের প্রতীক, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক। আগামী জাতীয় নির্বাচনে সকলে ধানের শীষে ভোট দিয়ে এ প্রতীককে জয়ী করবেন—এই প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “ধানের শীষকে ভোট দিলে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, তার সবকিছুই এই লিফলেটে উল্লেখ রয়েছে।”

কর্মসূচিতে কুতুবউদ্দিন বাহারের সঙ্গে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।