
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণবিরোধী চলমান আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতির পেছনে ‘তৃতীয় পক্ষের ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তার মতে, এই পক্ষটি আন্দোলনের নামে সহিংসতা ছড়িয়ে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সুপ্রদীপ চাকমা বলেন, “আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নতুন নতুন ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।”
তিনি পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ হলো নির্বাচন দেওয়া। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে কোনো ইস্যু তৈরি করতে দেওয়া হবে না।”
উপদেষ্টা আরও জানান, এখন থেকে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ধরনের মিছিল-সমাবেশ করা যাবে না।
সম্প্রতি এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে উত্তেজনা দেখা দেয় এবং ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে অবরোধ-সমাবেশের মতো কর্মসূচি পালিত হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়। এই প্রেক্ষাপটেই জরুরি এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।