বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

‘মেডিকেল অক্সিজেনকে প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত করা হবে’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০২৫ | ৭:০৭ অপরাহ্ন


দেশে মেডিকেল অক্সিজেনকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

“অক্সিজেন একটা ওষুধ, তাই এর ওই গুরুত্বটা পাওয়া দরকার। এটা এসেনসিয়াল মেডিসিনের তালিকায় যুক্ত হওয়া দরকার,” বলেন ডা. রহমান।

কেউ যেন ইচ্ছামত মেডিকেল অক্সিজেনের দাম রাখতে না পারে, সে ব্যাপারেও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়।

“অক্সিজেনের দাম হাসপাতাল অনুযায়ী ভেরি করতে থাকবে, একেক হাসপাতালে একেক দাম। সেটা একই মানের অক্সিজেন হলেও। আমরা এটাকে এসেনসিয়াল মেডিসিন হিসেবে ডিক্লেয়ার করব এবার। এটা হলে দাম নিয়ন্ত্রণ এবং অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত হবে,” বলেন ডা. রহমান।