
জামায়াতে ইসলামীর ৫ দফা ‘গণদাবি’র পক্ষে ব্যবসায়ী-শিল্পপতিদের সমর্থন চেয়েছে দলটির চট্টগ্রাম মহানগর শাখা।
বৃহস্পতিবার নগরীর একটি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় দলটির নেতারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে দেশপ্রেমিক নেতৃত্বের সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।
চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, “বিপ্লবের চৌদ্দ মাস পেরিয়ে গেলেও এখনো অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো সচল হয়নি। স্বৈরাচারের দোসররা ঘাঁপটি মেরে বসে থাকায় সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দৃশ্যমান নয়।”
তিনি দেশের বৈদেশিক ঋণের বোঝা এবং বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মিরসরাইয়ে আদানী গ্রুপকে ৯০০ একর জমি দেওয়াকে ‘দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি’ বলে অভিহিত করে চুক্তিটি বাতিলের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেন, “ব্যবসায়ী ও শিল্পপতিরা জাতির গুরুত্বপূর্ণ অংশ। আপনারা এগিয়ে আসলে ৫ দফা বাস্তবায়ন শুধু সম্ভব নয়, তা টেকসইও হবে।”
চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং ব্যবসায়ী নেতা মহিউদ্দীন শাহজাহান, হারুনুর রশিদ, মুহাম্মদ ইউসুফ চৌধুরী, জামাল উদ্দীন, শেখ কামরুল ইসলাম, লায়ন নুরুল আবছার, কামরুল হুদা, মুহাম্মদ রফিক, আরিফ হোসেন বাবলু, সাইয়েদ আল মামুন ও আব্দুল আজিজ।