
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বান্দরবান (৩০০) আসনে দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে তিন ‘হেভিওয়েট’ মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে বৈঠকে বসেছে বিএনপি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যাকে স্থানীয় নেতাকর্মীরা বিএনপিতে ঐক্য সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
মনোনয়ন প্রত্যাশী তিন নেতা হলেন—কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যা চিং, জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি এবং জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, দল যাকেই মনোনয়ন দিক না কেন, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভক্তি সৃষ্টির কোনো সুযোগ নেই বলে সবাই একমত হয়েছেন।
কেন্দ্রীয় নেতা মিসেস মাম্যা চিং বলেন, “বৈঠকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। বিএনপির হাইকমান্ডের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”
জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, “মনোনয়ন কার হাতে যাবে, সেটা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। নির্বাচন সামনে রেখে কোনো বিভক্তি নয়, বরং ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি।”
এই বৈঠককে কেন্দ্র করে মাহবুবুর রহমান শামীম, মাম্যা চিং, সাচিং প্রু জেরি ও জাবেদ রেজাসহ স্থানীয় নেতারা বান্দরবানে বিএনপির নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।