বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

‘অসাম্প্রদায়িক দেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই’

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৫ | ১১:২৮ অপরাহ্ন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণসংযোগ শুরু করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

শনিবার বিকেলে উপজেলার কবাখালী ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রচার চালিয়ে দলের নেতারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে এই গণসংযোগ পরিচালিত হয়। নেতাকর্মীরা কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া, হেডম্যান পাড়া, দুর্গা কার্বারী পাড়া ও আলীনগর এলাকায় ভোটারদের কাছে যান এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

গণসংযোগকালে মো. জয়নাল আবেদীন বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি সব সময় জনগণের অধিকার, গণতন্ত্র ও সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে। বর্তমান সময় হচ্ছে ঐক্যের সময়, জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে পাহাড়ি বাঙ্গালি সবাই একসাথে মাঠে আছি।”

জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে মো. জয়নাল আবেদীন আরও বলেন, “আমরা প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ চালাচ্ছি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের মুক্তি ও ন্যায়বিচারের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাজুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।