
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) ৩৭তম বার্ষিক ওরশের সমাপনী দিনের কর্মসূচি ‘চাহরাম শরীফ’ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার গাউসিয়া হক মঞ্জিলে আয়োজিত এ অনুষ্ঠানে জিকির, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
ওরশের সমাপনী দিবসে আখেরি মোনাজাত পরিচালনা করেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছেলে ও গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
মোনাজাতে তিনি বলেন, “দয়ার আশায়, ক্ষমার আশায়, শান্তির আশায়, মুক্তির আশায় আপনার বান্দারা হাত তুলেছেন। সকলের ফরিয়াদ কবুল করুন।”
তিনি ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, র্যাব, সেনাবাহিনী এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোনাজাতে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী আরও বলেন, “মওলা, আপনার মাহবুব বিশ্বঅলী শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) দরবারে অগণিত ভক্ত-আশেক হাদীয়া দিয়ে রাসূলের সুন্নাহকে জাগরিত রেখেছে, তাদের উপস্থিতিকে কবুল করুন।”
এ সময় তিনি গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), গাউসুল আজম বিল বিরাসাত হযরত বাবা ভাণ্ডারী কেবলা আলম, কুতুবুল এরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানায়ে ওয়াসেল মাইজভাণ্ডারী (ক.) এবং অছিয়ে গাউসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.)-এর জন্যও দোয়া করেন।