
খাগড়াছড়িতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কর্মসূচি থেকে দলটির নেতারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা জামায়াতের উদ্যোগে শহরের শাপলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হোসাইন এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ইয়াছিন আরাফাত।
বক্তারা বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে নির্বাহী আদেশ জারির পাশাপাশি জাতীয় গণভোটের ব্যবস্থা করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তারা সরকারের বিরুদ্ধে নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির অভিযোগ তুলে এর দৃশ্যমান বিচারের দাবি জানান।
সরকারকে জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, পিআরসহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, মোহাম্মদ ইলিয়াছ, আব্দুল মান্নান, ইয়াকুব আলী হোসাইন, এবং ইয়াছিন আরাফাতের উপস্থিতিতে এই কর্মসূচি শেষ হয়।