বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: চট্টগ্রামে জামায়াত নেতা শাহজাহান

‘ডা. এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ন


মাদকমুক্ত ও নৈতিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের প্যারেড মাঠে ‘ডা. এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।”

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক টুর্নামেন্টটির উদ্বোধন করেন। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ গঠনের কার্যকর হাতিয়ার।”

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম কলেজ রোড একাদশ ও আইআইইউসি একাদশ মুখোমুখি হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এই আয়োজন।

সভাপতির বক্তব্যে ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, “এই টুর্নামেন্ট হবে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক সমাজ গঠনের প্রতীক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, কোতোয়ালী থানা আমির আমির হোসেন, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদ, সদস্য আরিফুল ইসলাম এবং নায়েবে আমির হান্নান।