বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

শাহজালাল কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ৭ ঘণ্টা পর, ফ্লাইট চালু; তদন্তের নির্দেশ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৫ | ১০:২৪ অপরাহ্ন


ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন প্রায় সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এরপর রাত ৯টা থেকে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামাও স্বাভাবিক হতে শুরু করেছে।

শনিবার বেলা সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি পণ্য রাখার গুদামে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার এবং ফ্লাইট চলাচল শুরুর উদ্যোগের কথা জানায়। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে বাহিনীর ৩৭টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরাও যোগ দেন। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।

ক্ষয়ক্ষতি ও তদন্ত

বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে অবস্থিত আমদানি কার্গো কমপ্লেক্স ভবনে আগুনের সূত্রপাত হয়। এই কমপ্লেক্সে সাধারণত যন্ত্রপাতি, পচনশীল পণ্য ও ইলেকট্রনিকস পণ্য রাখা হয়। আগুনের কারণে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আকাশপথে পণ্য পরিবহনকারী আরএমকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান ইবনে আমিন সোহাইল বলেন, “এ ঘটনায় আমদানিকারকদের বড় ক্ষতি হয়ে গেল।”

তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানা যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কার্গো ভিলেজ পুনরায় চালুর বিষয়ে আগুন পুরোপুরি নেভার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, নাশকতার কোনো প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।

দুর্ভোগ ও প্রতিক্রিয়া

আগুন লাগার পর দূর থেকেও কার্গো ভিলেজ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ঘটনার পরপরই প্রায় ৭ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। এ সময় নয়টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে।

সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা চেষ্টা করছি যত দ্রুত পারি ফ্লাইট চালু করতে।” তিনি জানান, আগুনে কেউ নিহত না হলেও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন।