
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘প্রকৃত ইসলামের আদর্শে’ বিশ্বাসী, কিন্তু ইসলামকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে না—এমন মন্তব্য করে যারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।
শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলা সদরের মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশন’ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো. ইদ্রিস মিয়া বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের জন্য আমরা ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে চাই, যাতে বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়।”
অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ মো. রেজাউল কবির।
ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী এবং সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী ও সালাহ উদ্দিন চৌধুরী সোহেল।
অনুষ্ঠানে মো. ইদ্রিস মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মো. রেজাউল কবির, লায়ন মো. হেলাল উদ্দিন, আসহাব উদ্দিন চৌধুরী, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী ও সালাহ উদ্দিন চৌধুরী সোহেলের পাশাপাশি দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।