
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চট্টগ্রাম বিভাগের নতুন সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ছিদ্দিকুর রহমানকে দায়িত্ব দিয়েছে। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের ‘জনসংযোগ ও ব্র্যান্ডিং সমন্বয় কমিটি’র সমন্বয়কের দায়িত্বও পালন করবেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) পার্টির বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার পর দলের অফিসিয়াল ফেসবুক পেজে এক সার্কুলারে এই মনোনয়নের কথা জানানো হয়।
সার্কুলারে বলা হয়, “কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মো. ছিদ্দিকুর রহমানকে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘জনসংযোগ ও ব্র্যান্ডিং সমন্বয় কমিটি’র সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”
ছিদ্দিকুর রহমান এবি পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি কর্ণফুলী নদীকেন্দ্রিক ১৩টি এলাকা নিয়ে ‘সিটি গভর্নমেন্ট’ গঠনসহ চট্টগ্রামের উন্নয়নে পাঁচ দফা প্রস্তাবনা দিয়ে আলোচনায় আসেন, যা ‘চট্টগ্রাম ২.০’ নামে পরিচিতি লাভ করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক এই শিক্ষার্থী ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি উইশ-ওয়ার্ল্ড ইন্টেগ্রিটি ফর সার্ভিং হিউম্যানিটি, সিসিজেডএম–সেন্টার ফর করপোরেট জাকাত ম্যানেজমেন্ট এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আলোর স্কুলসহ বেশ কয়েকটি সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠানের উদ্যোক্তা।