বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চাকসুর নবনির্বাচিতদের গেজেট মঙ্গলবার, শপথ বৃহস্পতিবার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০২৫ | ৭:১৪ অপরাহ্ন


দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনে বিজয়ীদের নাম গেজেট আকারে প্রকাশিত হবে মঙ্গলবার (২১ অক্টোবর)। আর তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর)।

রোববার রাতে নির্বাচনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসুর কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। হল সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ পরবর্তীতে নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বলেন, “গেজেট প্রকাশের পর থেকেই নির্বাচিতদের মেয়াদ শুরু হবে এবং তারা চাকসু ভবনে বসতে পারবেন। সেখানে তাদের বসার মতো পরিবেশ তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাই বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, এজন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।”

গত ১৫ অক্টোবর দীর্ঘ ৩৬ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে।