
চট্টগ্রামের হাটহাজারীতে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর তিন দিনব্যাপী ‘ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিল উপলক্ষে বৃহস্পতিবার আসরের পর সংগঠনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল আমিন সংস্থার সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী।
সভায় সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আহসান উল্লাহ বক্তব্য রাখেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির বিবেক, সমাজের পথপ্রদর্শক। আপনারা কলম ও সংবাদ দিয়ে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সমাজ আজ নানা বিভ্রান্তি, মূল্যবোধের অবক্ষয় ও আত্মিক শূন্যতায় ভুগছে।”
তিনি আরও বলেন, “এই অন্ধকার দূর করার একমাত্র পথ আল্লাহর কালামকে হৃদয়ে স্থান দেওয়া, জীবনে তা প্রয়োগ করা। আমাদের এই মাহফিলের উদ্দেশ্যই হলো, সেই কুরআনের বাণীকে সাধারণ মানুষের জীবনের অংশ করে তোলা, যাতে ঘরে ঘরে শান্তি, ভালোবাসা ও নৈতিকতার সুবাতাস বইতে শুরু করে।”
আহসান উল্লাহ জানান, এই উপলব্ধি থেকেই আল-আমিন সংস্থা প্রতিবারের মতো এবারও তিন দিনব্যাপী মাহফিলের আয়োজন করেছে। মাহফিলে দেশের প্রখ্যাত আলেম-উলামা, ইসলামিক চিন্তাবিদ ও কারীগণ অংশগ্রহণ করবেন। কুরআনের সঠিক মর্মবাণী সমাজে ছড়িয়ে দিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা সিরাজ উল্লাহ মাদানী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতী মুহাম্মদ মাওলানা মাহমুদুল হোসাইন, মুফতী নাছির উদ্দিন, মাওলানা হাফেজ উসমান, মাওলানা শফিউল, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা ওজাইর হামিদী, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, মুফতী রাশেদুল্লাহ প্রমুখ।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।