বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

রাঙ্গুনিয়ার জন্য সুখবর আসছে: বিএনপি নেতা কুতুবউদ্দিন; ঐক্যের ডাক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২৫ | ৭:২২ অপরাহ্ন


‘রাঙ্গুনিয়ার মানুষের জন্য সুখবর আসছে’—এমন ইঙ্গিত দিয়ে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মহাসমাবেশে তারা এ ঐক্যের ডাক দেন।

শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্টেশন সংলগ্ন এলাকায় চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার বলেন, “রাঙ্গুনিয়ার মানুষের জন্য সুখবর আসছে। একটু ধৈর্য ধরুন, বিজয়ের হাসি রাঙ্গুনিয়াবাসী হাসবে।” তিনি অঙ্গীকার করেন, দল যাকেই মনোনয়ন দিক, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

কুতুবউদ্দিন বাহার তার বক্তব্যে বিএনপি ক্ষমতায় গেলে কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণ, মরিয়ম নগর-রাঙ্গামাটি ডিসি রোড সম্প্রসারণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত রাঙ্গুনিয়ায় এতিমখানা ও ভোকেশনাল প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস চৌধুরী বলেন, “আজকের এই সভা রাঙ্গুনিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে কাজ করলে হাইকমান্ড জানবে রাঙ্গুনিয়ায় বিএনপি ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা ঐক্যবদ্ধভাবেই করব।” নির্বাচন পেছানোর যেকোনো চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাঙ্গুনিয়ার মাটিতে চিরনিদ্রায় শায়িত। তার আদর্শেই আজ বিএনপি ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই হবে আমাদের চূড়ান্ত নির্দেশ, আমরা ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়ন করব।”

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামশুল আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুস সালাম মেম্বার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আজম খাঁন, রাঙ্গুনিয়া পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহবুব ছফা, সদস্য সচিব আবদুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মুজিবুল আলম মুজিব ও ওসমান গনি।