
চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়ায় ‘আমিরপাড়া সমাজ কল্যাণ পরিষদে’র আয়োজনে অনুষ্ঠিত ‘অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর শিরোপা জিতেছে পুঁইছড়ি নয়াপাড়া ফুটবল একাডেমি।
শুক্রবার বিকেলে ছনুয়া খাইরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ছনুয়া ত্রিভুবন স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফল নির্ধারিত হয়। খেলাটি পরিচালনা করেন রেফারি মো. গিয়াস উদ্দিন।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ ছরওয়ার আলম এবং সঞ্চালনা করেন মনসুর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক।
তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমানে তরুণ সমাজ অনলাইন জুয়া ও নেশার দিকে ঝুঁকছে। তাদের সঠিক পথে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। আমিরপাড়া সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাঁশখালী টুডে’কে সম্মাননা প্রদান করা হয়। পোর্টালটির সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিরাজ উদ্দিন সিদ্দিকী, পুঁইছড়ি ইউনিয়ন জামায়াতের ক্রীড়া সম্পাদক ওসমান গণী, ইউপি সদস্য কামাল হোসেন, আইটি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার ওমর ফারুক মুন্না, একুশে পত্রিকা ও দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন এবং যুবদল নেতা জুনাইদুল করিম।
শেষে প্রধান অতিথি মফিজুর রহমান আশিক বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।