রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরাইলী হামলা

| প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০১৭ | ৭:৩৯ অপরাহ্ন

জেরুজালেম : ইসরাইল গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে হামাসের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলা চালানোর কয়েকঘন্টা পর সোমবার এ বিমান হামলা চালানো হয়। ইসরাইলী সেনাবাহিনী একথা জানিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলার জবাবে আইএএফ (ইসরাইল এয়ার ফোর্স) গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ডে হামলা চালিয়েছে।’

খবর এএফপি’র।

ফিলিস্তিনের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি।