
ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে একটি ‘বৃহৎ জোট’ গঠনের চিন্তাভাবনা করছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “যাদেরকে নিয়ে যুগপৎ আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে একটা বৃহৎ জোটের চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি।”
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যান সংগঠনটির নেতাকর্মীরা। দলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নীরবসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে।” তিনি জানান, গত দুই দিন ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের দলের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা একক প্রার্থীর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জানিয়ে দিচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই- বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই হচ্ছে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখি সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি এবং সারাদেশের তরুণ-যুবকদের রাজনৈতিক ভাবনা জানতে পুরো দেশ সফর করেছি। তাদের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবক ও তারুণ্যের চিন্তা-চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যে স্বপ্ন জুলাই-গণঅভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন, যে স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন।”