বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

এক দশকের অপেক্ষা বাড়ল, চট্টগ্রাম চেম্বার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৫ | ৭:১২ অপরাহ্ন


ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। নির্দিষ্ট দুটি শ্রেণিকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের করা আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আগামী শনিবার চট্টগ্রাম চেম্বারের এই নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।

ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনে সর্বশেষ ২০১৩ সালে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছিল। এরপর থেকে এক দশকের বেশি সময় ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব আসছিল।

রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের আইনজীবী নিহাদ কবির বলেন, শুনানি শেষে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালত হাইকোর্টে দায়ের হওয়া রিটটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন। তিনি জানান, হাইকোর্টে ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত থাকবে।

চেম্বার সূত্রে জানা যায়, চট্টগ্রাম চেম্বার আটটি ট্রেড ও টাউন গ্রুপকে ‘অকার্যকর’ হিসেবে চিহ্নিত করে। এই অকার্যকর সদস্যদের বাদ দেওয়ার দাবিতে এফবিসিসিআইয়ের ট্রাইব্যুনালে অভিযোগ করেন চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল। তিনি হাইকোর্টেও রিট দায়ের করেন। গত ২২ অক্টোবর রিট শুনানির পর হাইকোর্ট ওই দুই শ্রেণিকে (টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ) বাদ রেখেই নির্বাচন পরিচালনার রুল জারি করেন।

এই আদেশের বিরুদ্ধেই বাণিজ্য মন্ত্রণালয় আপিল বিভাগে যায়, যার শুনানি শেষে বৃহস্পতিবার নির্বাচন স্থগিত করা হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে আদালতে অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে পরিচালক নির্বাচিত হন। এই পরিচালকরাই পরে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত করেন।

‘অকার্যকর’ হিসেবে চিহ্নিত গ্রুপগুলো হলো— পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী ও রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্পমালিক গ্রুপ, চট্টগ্রাম টায়ার টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস গ্রুপ, চিটাগং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার গ্রুপ ও চিটাগং মিল্ক ফুড ইমপোর্টার্স গ্রুপ।