শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ভ্রাম্যমাণ আইটি ট্রেনিং: প্রযুক্তির আলোয় আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৫ | ৭:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আইটি ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ৪০ জন যুবক-যুব মহিলার মধ্যে সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে। ‘নবীন প্রজন্মের এগিয়ে চলার প্রেরণায়; দক্ষতার আলোয় আলোকিত হোক আগামী বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ জহুরুল হক হলে এই সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রশিক্ষণ সমাপনীদের উদ্দেশ্যে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে সুদক্ষ করে তোলা এখনই সময়ের দাবি। আজকের এই সনদ দিয়ে শিক্ষার্থীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তারা একদিন দেশের তরে প্রযুক্তিতে অবদান রাখবেন।” তিনি সবাইকে নিষ্ঠা, একাগ্রতা ও দৃঢ়তায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তানভীর আহমেদ সিদ্দিকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর মোল্লা বলেন, “তথ্য প্রযুক্তির অবাধ বিচরণে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রযুক্তিতে দক্ষ ও নিজেদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।”

‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই কোর্সে ২০ জন যুবক ও ২০ জন যুব-মহিলা অংশ নেন। গত ১ সেপ্টেম্বর থেকে এই দুই মাসের প্রশিক্ষণ চলে।