শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ফটিকছড়িতে চা-বাগানের আশ্রয়ণ প্রকল্পে ধর্ষণ, আটক ১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৫ | ৮:৩৭ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে সতের বছর বয়সী এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অমিত দাস অভি (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) উপজেলার কর্ণফুলী চা-বাগানের আশ্রয়ণ প্রকল্পের একটি বসতঘরে ‘বিদ্যুৎ মেরামতের’ কথা বলে ঢুকে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে।

ভুক্তভোগী নারী শ্রমিকের মা বৃহস্পতিবার সন্ধ্যায় বাদি হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আটক অমিত দাস অভি ওই চা-বাগানের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার হৃদয় রঞ্ছন দাসের ছেলে এবং তিনি বিবাহিত।

ধর্ষণের শিকার নারীর মা বলেন, “আমি মেয়েকে নিয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি বসতঘরে থাকি। বুধবার দুপুরের সময় আমি একটি কাজে ঘরের বাইরে থাকার সুযোগে অমার অনুপস্থিতিতে ওই যুবক আমার বসতঘরে বিশেষ কাজে আসেন। নানা কৌশলে ফুসলিয়ে আমার মেয়েকে ধর্ষণ করেন।”

তিনি আরও জানান, বাসায় ফিরে তিনি মেয়েকে অসুস্থ অবস্থায় পান এবং মেয়ের কাছে ঘটনাটি জানতে পারেন। এরপর তিনি দ্রুত মেয়েকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন এবং বিষয়টি অভিযুক্তের পরিবার ও স্থানীয়দের জানান।

ঘটনার পর অসুস্থ নারীটিকে প্রথমে নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, “ভুক্তভোগী নারীর বসতঘরে বিদ্যুতের লাইন মেরামতের কথা বলে অভিযুক্ত ব্যক্তি সেখানে যান। ওই নারীর মাকে অন্যত্র কাজে পাঠিয়ে দিয়ে ফুসলিয়ে নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।”

তিনি আরও জানান, মেডিকেল থেকে বিষয়টি থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করে এবং ভুক্তভোগী নারীকে ওসিসিতে ভর্তি করা হয়।