
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর টেকসই প্রবৃদ্ধির জন্য গ্রাহকসেবা, রিকভারি ম্যানেজমেন্ট ও ডিজিটাল সল্যুশনে উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় ব্যাংকের বিভিন্ন শাখা ও উপ-শাখার ব্যবস্থাপক, অপারেশনস ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন আগ্রাবাদ শাখার ইভিপি ও ম্যানেজার কিশলয় সেন। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন ব্যাংকের এইচআরডি অ্যান্ড জিএসডি প্রধান সাফাকাত রাব্বি, রিকভারি বিভাগের প্রধান এসইভিপি মো. আনোয়ার হোসেন এবং কনজিউমার ব্যাংকিং বিভাগের ডিএমডি এস এম ওয়ালি উল মোর্শেদ।
সভার মূল পর্বে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, শাখাভিত্তিক পারফরম্যান্স এবং কৌশলগত অগ্রাধিকারের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে গ্রাহকসেবা, রিকভারি ম্যানেজমেন্ট ও ডিজিটাল সল্যুশনে উদ্ভাবনই টেকসই প্রবৃদ্ধির মূল চাবিকাঠি।”
পরে বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও স্বাধীন পরিচালক এম নূরুল আলম (এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ) এবং অডিট কমিটির চেয়ারম্যান ও স্বাধীন পরিচালক মো. ফোরকান হোসেন। তারা ব্যাংকের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও স্বচ্ছতা রক্ষায় সবার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শাখাভিত্তিক কর্মক্ষমতা মূল্যায়ন, পুনঃঋণ আদায় (রিকভারি), এনপিএল হ্রাস, ওভারডিউ ও ক্রেডিট রেটিং বিশ্লেষণসহ বিভিন্ন আর্থিক সূচকের ওপর বিস্তারিত আলোচনা হয়। এতে মানিকচর, গৌরীপুর, কোম্পানিগঞ্জ, কক্সবাজার, মাইজদী, ফেনী, মিরসরাই, আগ্রাবাদ, পাহাড়তলী, জুবিলি রোড, কদমতলী ও অন্যান্য শাখার ব্যবস্থাপকরা তাদের পারফরম্যান্স উপস্থাপন করেন।
দ্বিতীয় অধিবেশনে বাকি শাখাগুলোর কর্মসম্পাদন নিয়ে পর্যালোচনা করা হয়। ওআর নিজাম রোডের এসভিপি ও ম্যানেজার মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভার শেষ পর্বে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে সভা সমাপ্ত ঘোষণা করেন।