শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ নভেম্বর ২০২৫ | ৮:৩১ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ভান্ডারীগেইট এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুখচর গ্রামের মো. নাছির (৩৪), আফাজিয়া এলাকার মো. বিটু (২৫) এবং রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়া এলাকার মাহবুব আলম (২৫)।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। তিনি জানান, অভিযানের সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে মো. নাছির, মো. বিটু ও মাহবুব আলমের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।