
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদর, নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় এই অবরোধ ও বিক্ষোভে কর্মী-সমর্থকেরা অবিলম্বে মো. সরোয়ার আলমগীরকে প্রত্যাহার করে কর্ণেল আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীরা জানান, ৭ নভেম্বর উপলক্ষে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে সংহতি দিবসের সভার আয়োজন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার। একই সময় কার্যালয়ের ৫০০ গজ দূরে রাজঘাটে একই কর্মসূচি দেন সদ্য দলের মনোনয়ন পাওয়া মো. সরোয়ার আলমগীরের অনুসারীরা।
বিকেল সাড়ে চারটার দিকে মো. সরোয়ার আলমগীরের নেতৃত্বে একটি মিছিল বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে। এর কিছুক্ষণ পরেই দলীয় কার্যালয়ের সামনে কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা এসময় বলেন, ‘কর্ণেল বাহার ১৭ বছর আ’লীগের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অথচ তাঁকে মনোনয়ন বঞ্চিত করে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এটি মানিনা। আমাদের নেতাকে মনোনয়ন দিতেই হবে।’
নুরুল আলম নুরু নামের এক বিএনপির কর্মী বলেন, ‘আমরা বাহার ভাইকে মনোনয়ন দেওয়ার দাবী জানাই। এটি ফটিকছড়িবাসীর দাবী। দুর্দিনের বাহার ভাইকে আমরা কখনো ভুলব না।’
উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার বলেন, ‘আমরা সংহতি দিবসের সভাটি করে চলে যাই। পরে দলের নেতা-কর্মীরা আবেগের চলে কিছুটা বিশৃঙ্খলা ও সড়কে নেমেছেন। পরে বুঝিয়ে তাদের ক্ষান্ত করি। পুলিশও এতে সহযোগীতা করেছেন।’
বিএনপির মনোনয়নপ্রাপ্ত মো. সরোয়ার আলমগীর বলেন, ‘উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা সবাই ওয়াদাবদ্ধ ছিলেন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন ও থাকবেন। আবেগের চলে কিছু বিচ্ছিন্ন ঘটনাতো ঘটতেই পারে।’
খবর পেয়ে ফটিকছড়ি থানা ও নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘সড়কে কিছুটা বিশৃঙ্খলা দেখে আমরা সেখানে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। শৃঙ্খলা রক্ষা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি দায়িত্ব পালন করেছি। এর বাইরে আমার কিছু জানা নাই।’