
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্যসহ এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল হকের বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে—এমন তথ্যের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল সেখানে অভিযান চালায়।
অভিযানে আজিজুল হকের বাড়ি থেকে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নাছিমা বেগম (৪০), মো. তোফাজ্জল হোসেন ওরফে রাসেল (২২), মো. নিজাম উদ্দিন (২৯) এবং ইরফানুর রহমান আরমান (২০)।
ওসি জানান, তাদের হেফাজত থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট (যার মূল্য আনুমানিক ৪৬ হাজার ৮০০ টাকা) এবং ৭০০ গ্রাম গাঁজা (যার মূল্য আনুমানিক ৯ হাজার টাকা) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি নাছিমা বেগম, মো. তোফাজ্জল হোসেন, মো. নিজাম উদ্দিন এবং ইরফানুর রহমান আরমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।