
তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উম্মাদনা। আর সেই উত্তাপেই এক রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালের সাক্ষী হলো নোয়াখালী। শনিবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা ফুটবল দল।
ম্যাচের প্রথমার্ধে কুমিল্লা জেলার ফুটবলারদের দাপটে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে চট্টগ্রাম। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। অনেকেই যখন চট্টগ্রামের বিদায় দেখতে শুরু করেছিলেন, ঠিক তখনই দ্বিতীয়ার্ধে দেখা গেলো ভিন্ন এক চিত্র।
নতুন উদ্যমে মাঠে নেমে চট্টগ্রামের তরুণরা পাল্টে দেয় খেলার গতিপথ। একের পর এক আক্রমণে কুমিল্লার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখে তারা শুধু গোল শোধই করেনি, বরং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে চট্টগ্রাম জেলা দল সেমিফাইনালে তাদের স্থান পাকা করে নিয়েছে।
তবে উৎসব করার সময় কম। চট্টগ্রামের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে তাদের লড়তে হবে শক্তিশালী দিনাজপুর জেলার বিপক্ষে। আগামী ১১ নভেম্বর, মঙ্গলবার, ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ।
এখন দেখার বিষয়, কোয়ার্টার ফাইনালের এই আত্মবিশ্বাস পুঁজি করে চট্টগ্রাম জেলা দল ফাইনালের পথে আরও এক ধাপ এগোতে পারে কিনা।