
চট্টগ্রামের পটিয়ায় পুকুর থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত পুরুষের লাশের পরিচয় ২৪ ঘণ্টা পার হলেও শনাক্ত হয়নি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ বিবস্ত্র অবস্থায় শনিবার (৮ নভেম্বর) উদ্ধার করা হয়। পরিচয় না মেলায় লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা ৩টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শান্তির মা দিঘী পুকুরে কয়েকজন তরুণ গোসল করতে গিয়ে বিবস্ত্র অবস্থায় একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশের কয়েকটি স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, রোববার (৯ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টা পার হলেও অজ্ঞাত লাশটির কোনো পরিচয় না পাওয়ায় লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। তিনি জানান, লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।