চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ (আইইইআর) এর আয়োজনে “ভূমিকম্প প্রতিরোধী শক্তিশালী ভবন ও সেতু নির্মাণে স্ট্রাকচারাল ডিজাইনের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রস্থ চুয়েট রিসোর্স সেন্টারে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। আইইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েট সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী।
কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন। এতে অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী ‘‘Geotechnical Aspects of Earthquake Engineering’’ শিরোনামে, অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ‘Seismic Safety Assessment of Reinforced Concrete Bridges’ শিরোনামে এবং অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া ‘‘Seismic Analysis and Design of Buildings’ শিরোনামে পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন।
উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।