শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৫ | ১০:২৪ অপরাহ্ন


দশম গ্রেডসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতর অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা।

রোববার (৯ নভেম্বর) রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ‌প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। বৈঠক শেষে শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।

পরিষদের অন্যতম নেতা ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে যথাসম্ভব দ্রুততার সঙ্গে দাবিগুলো সমাধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাসে চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন তারা।

তিন দফা দাবিতে গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম সমর্পণ কর্মসূচির ঘোষণা দেন তারা। সে অনুযায়ী বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। তবে এ পদযাত্রা পুলিশ বাধায় পণ্ড হয়ে যায়। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।

পরে দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেয়া, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়া সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।