রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে পুকুরে ডুবে তিনবোনের মৃত্যু

| প্রকাশিতঃ ১ জুলাই ২০১৬ | ৩:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণে জুলধা এলাকায় পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তিন বোন হলেন- শাহনাজ আক্তার (১৫), নার্গিস আক্তার (৮) ও নাজমা আক্তার (৫)। নিহতরা কর্ণফুলী থানার জুলধা এলাকা বাসিন্দা কৃষক আইয়ুব আলীর মেয়ে।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে একজন গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারের জন্য আরও দুই বোন পুকুরে নামলে তারাও ডুবে মারা যায়। যে পুকুরে তিন বোন মারা গেছে, সেটি নতুন করে খোঁড়া হয়েছে। এ কারণে গভীরতা বেশি। এ ছাড়া পুকুরের পাড়ও খাঁড়া।

ওসি বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন পুকুরে নেমে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। এরপর আমরা গিয়ে লাশ তিনটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।