রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘অতিরিক্ত’ স্বর্ণ আনার চেষ্টা ব্যর্থ, বিমানবন্দরে ৭০০ গ্রাম জব্দ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০২৫ | ১০:২২ অপরাহ্ন


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬ অবতরণের পর তল্লাশিকালে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ৫০০ গ্রাম স্বর্ণ যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, তল্লাশিতে যাত্রী জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কীজা মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তার—এই পাঁচজনের কাছ থেকে স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী প্রত্যেককে ১০০ গ্রাম করে স্বর্ণ রাখার অনুমতি দেওয়া হয়।

কাস্টমস জানায়, জেসমিন আক্তারের কাছে পাওয়া যায় ২০০ গ্রাম স্বর্ণ, মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম, মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম, কীজা মনোয়ারা বেগমের কাছে ২৫০ গ্রাম এবং ইয়াসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম স্বর্ণ। সব মিলিয়ে ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে আইনগতভাবে প্রাপ্য ৫০০ গ্রাম স্বর্ণ তাদের কাছে রেখে বাকি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যাত্রী জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কীজা মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তারকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।