রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বহিঃনোঙ্গরে দুই অয়েল ট্যাংকারের সংঘর্ষ

| প্রকাশিতঃ ১ জুলাই ২০১৬ | ১২:০২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে দুটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে নৌযান দুটি থেকে সাগরে তেল ছড়ানো বন্ধ করে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে বহিঃনোঙ্গরের দুই নম্বর বয়া থেকে দুই নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ডিজেলবাহী বেঙ্গল স্পিরিট-১ এর সাথে পারটেক্স-৩ নামের অন্য একটি অয়েল ট্যাংকারটির সংঘর্ষ হয়। এতে বেঙ্গল স্পিরিটের বাঁ পাশে গর্তের সৃষ্টি হয় এবং সমুদ্রে তেল ছড়াতে থাকে। খবর পেয়ে বহিঃনোঙ্গরে টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কোস্টগার্ডের জাহাজ তৌহিদের সহায়তায় ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে ৮০ হাজার লিটার ডিজেল স্থানান্তর ও সাগরে তেল ছড়ানো বন্ধ করা হয়।

এসব বিষয় নিশ্চিত করে কোস্টগার্ডের পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক বলেন, ট্যাংকার দুটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।