
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালি উত্তোলন ও সড়ক নষ্ট করার প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনা ফটিকছড়ি উত্তর উপজেলার সাধারণ সম্পাদক আবুল ফয়েজ তুহিন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নাজিরহাট পৌরসভাধীন নাছির মোহাম্মদ ঘাট এলাকায় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তার ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ভারী জিপ চলাচলের কারণে সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা নিয়ে জনভোগান্তি সৃষ্টি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে আবুল ফয়েজ তুহিন রাস্তা নষ্ট করার প্রতিবাদ জানালে দুর্বৃত্তরা তার ওপর নির্মম হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বালি ও মাটি চোরদের সহযোগী কয়েকজন জিপ চালকসহ একদল দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল ফয়েজ তুহিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় স্থানীয় তরুণ সমাজ, গাউছিয়া ছোবহানিয়া যুব ফোরাম ও বাংলাদেশ ইসলামী যুবসেনার নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ ইসলামী যুবসেনা ও গাউছিয়া ছোবহানিয়া যুব ফোরামের নেতারা বলেন, অবৈধ বালি উত্তোলনকারীদের দৌরাত্ম্য দিনদিন বাড়ছে এবং প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে হামলার শিকার হতে হচ্ছে।
তারা আবুল ফয়েজ তুহিনের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।