রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর, দেড় লাখ টাকার ক্ষতি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০২৫ | ১১:১৪ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়ে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা শান্তিরহাট সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রুমি আক্তার ও তার স্বামী রহিমের আধাপাকা বাড়ির রান্নাঘরে জ্বালানো লাকড়ির আগুন থেকে অসতর্কতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসে খবর দেন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহেদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জাহেদুর রহমান জানান, “অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নার চুলার আগুন থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত রুমি ও রহিমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পোমরা ইউনিয়নের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেব্রবত দাশ।

তার পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মো. তাজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিবারটির হাতে তাৎক্ষণিক শীতবস্ত্র ও এক বস্তা চাল পৌঁছে দেন।

প্রশাসক দেব্রবত দাশ জানান, “ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি। পরবর্তী সরকারি সহায়তার ব্যবস্থাও করা হবে।”

তিনি একই সঙ্গে এলাকার সচ্ছল ব্যক্তিদেরও দুর্যোগে পড়া এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।