শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কমিটি পুনর্গঠন ও নির্বাচনী পরিকল্পনায় চন্দনাইশ এলডিপির বর্ধিত সভা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০২৫ | ১১:১৮ অপরাহ্ন


লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ জেলা এলডিপির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিটি পুনর্গঠন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, “এলডিপি একটি গণতান্ত্রিক দল যা দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। চন্দনাইশ উপজেলায় কমিটি পুনর্গঠনের মাধ্যমে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে।”

আগামী নির্বাচনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে এলডিপি শুধু অংশগ্রহণ করবে না, বরং জনগণের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হবে। প্রতিটি ইউনিয়নে সক্রিয় নেতৃত্ব গড়ে তুলে আমরা ভোটারদের কাছে পৌঁছাব এবং উন্নয়নের বার্তা ছড়িয়ে দিব।”

জেলা এলডিপির এই নীতিনির্ধারক আরও বলেন, “কমিটি পুনর্গঠনের কাজ অবিলম্বে শুরু করতে হবে। নির্বাচনী প্রস্তুতিতে যুবকদের সম্পৃক্ত করা এবং স্থানীয় সমস্যা সমাধানে ফোকাস করা আমাদের প্রধান লক্ষ্য।”

সভায় ইউনিয়ন এলডিপির সভাপতি ও সম্পাদকেরা আলোচনায় অংশ নেন এবং দ্রুত কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক আবদুর রহিম বাদশা ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।

অন্যদের মধ্যে কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি আবুল বশর কোম্পানি, সাধারণ সম্পাদক আহমদ নুর, জোয়ারা ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, বরকল ইউনিয়ন সভাপতি সায়েদ বিন খায়ের, সাধারণ সম্পাদক সাহাব মিয়া, বরমা ইউনিয়ন সভাপতি মোসলেম খাঁন, সাধারন সম্পাদক আমিনুল হক রাশেদ, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, হাসিমপুর ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাস্টার, ধোপাছড়ি ইউনিয়ন সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রফিক মেম্বার এবং বৈলতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল আলম উপস্থিত ছিলেন।