
চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের বাঁকখালী খালের পাড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাল ও জলাধার রক্ষার কঠোর আইন থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি চক্র সোমবার দুপুর থেকে বাঁকখালী খালের পাড় এলাকায় অবৈধভাবে মাটি কাটা শুরু করে।
অবৈধ মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। এসময় ঘটনাস্থলে কাউকে না পেলেও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, অবৈধ মাটি কাটার সংবাদ পাওয়ার পর প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি পিকআপ ভ্যান জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রয়া ত্রিপুরা জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।