চট্টগ্রাম : কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যামামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালত এই আদেশ দেন।
বুধবার সিআইডি সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন খান চবি শিক্ষক আনোয়ার হোসেনকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রিমান্ড আবেদনের উপর শুনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দিয়াজ হত্যামামলায় হাইকোর্টের দেয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে চবি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন সোমবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ বিশ্ববিদ্যালয় অবরোধ-কর্মসূচি পালন করেন। চবি শিক্ষক সমিতি উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে।