রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫ | ৮:৩৪ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে পটিয়া–বোয়ালখালী সড়কের মনসারটেক বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তারের সময় দুটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ মনসারটেক বাজার এলাকার ফুলবন বেকারির পশ্চিম পাশে এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হাসান ওরফে এনামুল হক ওরফে এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক ওরফে আকাশ (২৫), মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬) এবং মো. হেলাল (২৭)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। আটককৃতদের কাছ থেকে একটি কালো রঙের ও একটি লাল রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।