রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ক্ষমতা নয়, মানবিক রাষ্ট্র গঠনই আমাদের রাজনীতি : শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০২৫ | ৭:২৪ অপরাহ্ন


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, তাদের রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক নয়। তারা একটি আদর্শিক ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করছেন।

বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার চিববাড়ী শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নই তাদের রাজনৈতিক অঙ্গীকার।

মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে ও সহকারী সুপার জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, সাতকানিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন, ব্যবসায়ী নেতা সাদেক হোসাইন এবং ইউপি সদস্য মাহফুজুর রহমান ও জমির উদ্দিন উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।