রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় আধুনিক নগর উন্নয়নের কর্মশালা, সুফল মিলবে ৬ বছরে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০২৫ | ৭:৪৭ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো গড়ার লক্ষ্যে ‘ক্লাস্টার ডেভেলপমেন্ট পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বুধবার পটিয়া পৌরসভা মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তারা জানান, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’ নামের এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ছয় বছর মেয়াদী এ প্রকল্পের সুফল পাবে পটিয়াসহ দেশের ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনের ১ কোটি ৭০ লাখ মানুষ। এছাড়া গ্রোথ করিডোরে বসবাসরত আরও প্রায় ৪৬ লাখ নগর ও গ্রামীণ জনগণ এর আওতায় আসবে।

প্রকল্পের আওতায় রাস্তা, ফুটপাত, সড়কবাতি, ড্রেন, পাবলিক টয়লেট, বাজার, বাস টার্মিনাল, সুপার মার্কেট, ব্রিজ, কালভার্ট ও পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বক্তারা বলেন, সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু সহনশীল নগর পরিসেবা গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য।

পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন কারিগরি বিশেষজ্ঞ মো. নুরুল আমিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আরইউটিডিপি এলজিইডির সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন।

আলোচনায় অংশ নেন নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান, তামান্না সালাম, স্থপতি ফারহানা ইসলাম, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন ও সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম।

এছাড়া টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদ বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, মোজাফফর আহমদ, সেলিম উদ্দীন, আবসার উদ্দিন সোহেল ও মাহবুব উল্লাহ আলোচনায় যোগ দেন। সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।