
চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি পরিবারের (১৯৮১-৯০) সদস্যদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মিলনমেলা বসে।
অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জামালুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া।
সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নাছির উদ্দীন, জানে আলম জিতু ও সিরাজুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ইফতিখার হোসেন মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হারুন-অর রশীদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা এম এ ছবুর, মোহাম্মদ ইসমাইল, যুবদল নেতা মোহাম্মদ ইউছুপ, সাইফুল আলম, আবুল হাশেম, আবদুল মন্নান, নুরুল ইসলাম কন্ট্রাক্টর, সৈয়দ ছরোয়ার, মোহাম্মদ ইব্রাহীম, শহিদুল ইসলাম, মোহাম্মদ জাফর, আকতার হোসেন বাদল, শাহাজান চৌধুরী মনুজ, কামাল উদ্দিন, শফিক আহমেদ ভুট্ট, মোহাম্মদ ওসমান গনি, ডা. আবুল খায়ের, আবুল হোসেন মাস্টার, নুরুল আবছার আনসারী ও জাগির হোসেন।
দীর্ঘদিন পর পুরনো রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং একে অপরের খোঁজখবর নেন।