রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় দুপক্ষে সংঘর্ষে তিনজন ছুরিকাহত

| প্রকাশিতঃ ১ জুলাই ২০১৬ | ৭:২৩ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে খাগরিয়ার গণিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাহতরা হলেন- মোঃ হানিফ (৪০), শামছুল ইসলাম (৪০) ও মোঃ ফোরকান (৩০)। এদের মধ্যে হানিফের বাড়ি খাগরিয়ার মাইজপাড়া এলাকায়, আর অন্য দুজনের বাড়ি খাগরিয়ার গণিপাড়ায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাহত হয়ে তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে হানিফের অবস্থা আশংকাজনক।

সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, পূর্ব বিরোধের জের ধরে খাগরিয়ায় মারামারির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মোট কতজন আহত হয়েছেন তা আমার জানা নেই।