
দীর্ঘ উদ্বেগ আর উৎকণ্ঠা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার গোপন ব্যালটে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. শাকিল চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম ৩৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫১৭ ভোট পেয়ে নির্বাচিত হন শাকিল চৌধুরী।
দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদ ভূঁঞা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ আবদুল মন্নানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম মাসুদ, সহসভাপতি জামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক মোমিন হোসেন, অর্থ সম্পাদক মো. খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক মো. মোবারক হোসাইন, দপ্তর সম্পাদক মো. ইসমাইল এবং প্রচার সম্পাদক মো. কাইয়ুম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম, মো. রেজাউল করিম, মো. মোস্তফা ও মো. আলী মিয়া।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সমিতির মোট ভোটার ছিলেন ৯৬৭ জন। এর মধ্যে ৯টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ৯৪৯ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ১৫টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ সময়ের উৎকণ্ঠা ও প্রতীক্ষার পর এটি শুধু একটি নির্বাচন নয়, এটি সমিতির ঐক্য ও সম্ভাবনার নতুন সূচনা। সবাইকে সঙ্গে নিয়ে তিনি সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদ ভূঁঞা বলেন, অত্যন্ত প্রাণবন্ত নির্বাচন হয়েছে। নবনির্বাচিত কমিটি ভবিষ্যতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ব্যবসায়ীদের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের সর্বশেষ সংযোজন ছিল এই সমিতির নির্বাচন। কয়েক দফা পিছিয়ে যাওয়া এই নির্বাচন নিয়ে অনেকেই নানা শঙ্কার কথা জানিয়েছিলেন। এমনকি বিজিবি ও র্যাবসহ অধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের অনুরোধও এসেছিল। তবে ভোটারদের ওপর তার আস্থা ছিল। শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে যেকোনো সময়ের তুলনায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা একটি অনন্য দৃষ্টান্ত।