রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বাঁশখালীতে নিজ উঠানে পুঁতে রাখা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ নভেম্বর ২০২৫ | ১:৫৩ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির উঠানে মাটিচাপা দেওয়া অবস্থায় আশরাফ মিয়া ওরফে ফকির নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৬৫ বছর বয়সী আশরাফ মিয়া ওই এলাকার মৃত ফরিদের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে বাড়ির উঠানের গাছে পানি দেওয়ার সময় এক কোণে নতুন মাটির স্তর দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা সেখানকার মাটি সরাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে লাশের অংশবিশেষ বেরিয়ে আসে। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।