রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

টাইফয়েড টিকাদানে চট্টগ্রাম জেলায় সেরা লোহাগাড়া

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০২৫ | ১:০২ অপরাহ্ন


সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জন করে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তাদের ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়ার ক্যাম্পেইন পরিচালিত হয়। লোহাগাড়া উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫ হাজার ৮১০ জন শিশু। এর মধ্যে ৯৯ দশমিক ৭ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ, যা পুরো জেলার মধ্যে সর্বোচ্চ।

পুরস্কার গ্রহণের পর ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, এই অর্জন লোহাগাড়াবাসীর। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী, জনপ্রতিনিধি এবং সচেতন অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই বড় সফলতা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিশু স্বাস্থ্য সুরক্ষায় তারা একই আন্তরিকতা বজায় রাখবেন বলে জানান।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টাইফয়েড টিকাদানে লোহাগাড়ার সাফল্য পুরো জেলার জন্যই অনুকরণীয়। পরিকল্পিত কাজ, দলগত প্রচেষ্টা ও মাঠ পর্যায়ের তৎপরতার ফলেই তারা এমন ফল অর্জন করেছে।