রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ড্রইংরুম রাজনীতিতে হেরেছি, ভোটে হারব না: বাঁশখালীতে লড়ার ঘোষণা লেয়াকত আলীর

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০২৫ | ৫:৫৭ অপরাহ্ন


নেতাদের ‘ড্রইংরুমে হাজিরা’ না দেওয়ায় দলের মনোনয়ন পাননি বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী। তবে দল মনোনয়ন না দিলেও জনগণের পরামর্শে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। তার এই বক্তব্যের পর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

৪১ বছরের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে ভিডিও বার্তায় লেয়াকত আলী বলেন, রাজনীতি তাকে বারবার ছিটকে ফেললেও বাঁশখালীর মানুষ কখনো তাকে আশাহত করেনি। তিনি বলেন, বাংলাদেশের ড্রইংরুম পলিটিক্সে তিনি বহুবার পরাজিত হয়েছেন। জ্যেষ্ঠ নেতাদের ড্রইংরুমে হাজিরা না দেওয়াতেই তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। কিন্তু তার বিশ্বাস ছিল, বাঁশখালীবাসী তাকে বুকে টেনে নেবে।

গত ২২ নভেম্বর বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই জনসভায় লাখো মানুষের উপস্থিতি তাকে প্রেরণা যুগিয়েছে। সেদিন জনগণ তাকে নির্বাচন করার পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শকে আদেশ মনে করে তিনি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিডিও বার্তায় চট্টগ্রামের প্রতি সবসময় ‘বিমাতাসুলভ আচরণ’ করা হয় বলে অভিযোগ করেন বিএনপি নেতা লেয়াকত। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর এবং এ অঞ্চলের মানুষের অধিকার নিয়ে তিনি সংসদে কথা বলতে চান। বিশেষ করে চাকরিহারা ও কর্মহীন তরুণ-তরুণীদের পক্ষে ভূমিকা রাখা তার লক্ষ্য।

নিজেকে কৃষকের ঘরে জন্ম নেওয়া ও শ্রমিকের তত্ত্বাবধানে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধশালী ও মডেল বাঁশখালী গড়ে তোলাই তার স্বপ্ন। মানুষের ‘গোলামি’ করে তিনি আল্লাহকে পেতে চান। কৃষক-শ্রমিক ও হতদরিদ্র মানুষের দুঃখ তিনি সবচেয়ে বেশি বোঝেন দাবি করে তাদের পক্ষে কথা বলতেই নির্বাচনে আসছেন বলে জানান তিনি।