রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নেতৃত্ব গঠন ও ভীতি কাটাতে পটিয়ায় মেধা অন্বেষণ পরীক্ষা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০২৫ | ২:৩০ অপরাহ্ন


ভবিষ্যতে মেধাবী নেতৃত্ব গঠন এবং শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষা ভীতি দূর করার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা।

শুক্রবার সকালে পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলা এ পরীক্ষায় পৌরসদরের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

পটিয়া মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটি এই পরীক্ষার আয়োজন করে। আয়োজকরা জানান, পটিয়ার মেধাবীরা যাতে আগামীতে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে এবং তাদের মেধার সঠিক মূল্যায়ন হয়, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন একর্ড প্রপার্টিজ-এর চেয়ারম্যান ও ব্যবসায়ী শাহজাহান মহিউদ্দীন, রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হক্কানী এবং আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা।

এ সময় বৃত্তি আয়োজক কমিটির উপদেষ্টা ও প্রধান শিক্ষক সেলিম উদ্দীন, প্রবীণ ব্যাংকার আবুল হোসেন, প্রভাষক মাহমুদুল হক, ব্যবসায়ী রাশেদুল ইসলাম, ব্যাংকার আবুল কালাম, সাংবাদিক শফিউল আজম, আইনজীবী শেখ ওমর ফারুক ও খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক ওমর ফারুক, সদস্য সচিব সাংবাদিক রবিউল হোসেন, সদস্য আমিনুল ইসলাম রায়হান ও আবুল হাছনাত জুবাইর।