রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় যুবলীগ নেতা ও চুরি মামলার ২ আসামি গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২৫ | ৬:৫২ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. করিম প্রকাশ রহিম মেম্বার (৪৫) উপজেলার কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের চাপড়ী ৭ নম্বর ওয়ার্ডের মৃত মো. আব্দুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে খরনা ইউনিয়নের মুজাফরাবাদ কলেজে চুরির মামলার আসামি হিসেবে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পটিয়া জমিরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—পটিয়া পৌর সদরের দক্ষিণ গোবিন্দরখীল এলাকার মৃত মো. আব্দুল মান্নানের ছেলে কামাল হোসেন (২৮) এবং লোহাগাড়া উপজেলার মৃত মো. জামাল উদ্দিনের ছেলে মো. শহিদ ইসলাম (২০)।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, গ্রেপ্তার তিনজনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পটিয়ায় চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।