
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের রাউজানে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হানিফ মেম্বারের নেতৃত্বে দোয়া মাহফিল শেষে স্থানীয় দোকানপাট ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল নেতা মো. সেলিম উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন এপিপি আইনজীবী মফিজ উদ্দিন ইমন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আমিন, আবুল কাশেম ও মাহবুব আলম।
অন্যদের মধ্যে বিএনপি নেতা রফিক, ইয়াকুব আলী, কামালউদ্দীন, হাসান, প্রকৌশলী রাশেদুল আলম রাজু, আবদুল শুক্কুর, ইলিয়াস তালুকদার, নাজিমুদ্দিন নাজু, মীর আহমেদ, মহি উদ্দিন চৌধুরী, ব্যাংকার রেজাউল করিম টিটু, রাশেদ, জমির একরাম, রনি, জনি ও জাহেদ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি নিয়ে জনসচেতনতা সৃষ্টিতেই এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।