
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন বা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন তার উপদেষ্টা আহমেদ আযম খান। তিনি বলেছেন, খালেদা জিয়া এখন ‘ডিপ কনডিশনে’ আছেন, যাকে ভেন্টিলেশনও বলা যেতে পারে।
সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আহমেদ আযম খান বলেন, অবস্থা এখনও অত্যন্ত ক্রিটিক্যাল। বলা যায়, উনি খুব ডিপ কনডিশনে আছেন। আমি ডিপ কনডিশনের ব্যাখ্যাটা দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কনডিশন বলতে পারেন। শনিবার গভীর রাত থেকেই তিনি এমন অবস্থায় আছেন উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
এর আগে সোমবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তায়ালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিং করে জানাবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।